বিএসএমএমইউয়ের হিসাব ও অডিট দপ্তরের অটোমেশন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৭, ২০:০৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থ, হিসাব ও অডিট দপ্তরের অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে বিএসএমএমইউর এ ব্লকের অডিটোরিয়ামে এই কার‌্যক্রমের উদ্বোধন করেন এই চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বর্তমান বিশ্ব ডিজিটালাইজড বিশ্ব- এ কথা উল্লেখ করে উপাচার্য ডা. কামরুল হাসান খান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন। ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব, আডিট অফিসে অটোমেশন কার্যক্রম চালু করা হলো। পর্যায়ক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অফিস অটোমেশন কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম চালু হওয়াটাও বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অবদান।

আরেক বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় সচ্ছতা ও জবাবদিহি আরো জোরদার হওয়ার পাশাপাশি সুদক্ষভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।

সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল জানান, অটোমেশন ও রেনোভেনশনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় আরো বেশি করে সততা, সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (অর্থ, হিসাব ও অডিট) মো. আবদুস সোবহান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :