নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ: আইজিপি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:৩৪

বিগত নয় বছর ধরে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বলেছেন, আগামী দিনেও পুলিশ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

সোমবার শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওর্য়াক এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঢাকা রেঞ্জ ও মেট্রোপলিটন নারী পুলিশ সদস্যদের আঞ্চলিক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইজিপি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, ‘বিগত নয় বছরে যতগুলো স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছে। নির্বাচন কমিশনের নির্দেশন মতে তাদের অধীনে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।’

পুলিশ প্রধান বলেন, ‘আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনসহ যেকোনো নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করবো। যে অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে। এতে কে ছাত্রলীগ ও কে ছাত্রদল দেখা হবে না।’

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ও মেট্রোপলিটন নারী পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী পুলিশ সদস্যরা পুলিশ মহাপরিদর্শকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন। আইজিপির পক্ষে নারী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও পুলিশ উপমহাপরিদর্শক মিলি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকের স্ত্রী ও পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমূখ।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :