কেপিজে হাসপাতালে বিনামূল্যে বার্ন ও প্লাস্টিক সার্জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:৪১

গরিব রোগীদের জন্য বিনামূল্যে বার্ন ও প্লাস্টিক সার্জারি সেবা দেয়া হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে।

সোমবার এই বিশেষ চিকিৎসা সেবার উদ্বোধন হয়। আগামী ৪ ডিসেম্বর অবধি এখানে সেবা দেয়া হবে। যারা যারা এই সেবা নেবেন, তাদের বাছাই হয়েছে গত ২৫ ও ২৬ নভেম্বর। বাছাইকৃত রোগীদের থেকে অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের ক্যাম্পকালীন সময়ে বিনামূল্যে চিকিৎসা দেয় হবে।

ক্যাম্প চলাকালে সেবা দিতে জার্মানি ও হাঙ্গেরি থেকে বিশেষজ্ঞরা এসেছেন বাংলাদেশে। তারা রোগী ও তাদের স্বজনদের খোঁজ খবর নেন। পরে শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে এই হাসপাতালটি পরিচালিত হয়। ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান বলেন, এখন থেকে এই হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্যে নিয়মিত সেবা পাওয়া যাবে।

একজন রোগীর স্বজন জানান, তিনি এই ক্যাম্পের কথা পত্রিকায় পড়ে এখানে এসেছেন। এখানে এসে বিনামূল্যে আই ক্যাম্প, হার্ট ক্যাম্পের কথা জানতে পেরে তিনি অভিভূত হয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এই প্রথম কোন হাসপাতাল এর ব্যবস্থাপনা আইএমএস (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম) এর সার্টিফিকেট পেতে যাচ্ছে। এ থেকে বুঝা যায় হাসপাতালটিতে পরিবেশ ও নিরাপত্তার বিষয়টিতে কতটা গুরুত্ব দেয়া হয়।

মালয়েশীয় হাইকমিশনের কর্মকর্তা ইধাম জুহরি মো. ইউনুস, শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান আবুল কালাম প্রমুখ এখানে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :