নারায়ণগঞ্জে শীর্ষ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৬:৫৭

নারায়ণগঞ্জের শীর্ষ মাদক বিক্রেতা তমিজউদ্দীন খন্দকার আপেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল দশটায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে এক হাজার ১০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ফতুল্লা মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

শীর্ষ মাদক বিক্রেতা তমিজউদ্দীন খন্দকার আপেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাতেই মাদকসহ বিভিন্ন আইনের দশটি মামলা রয়েছে বলে রিমান্ড আবেদনে মামলার নম্বরসহ উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জামতলা এলাকার মেজবাহ উদ্দীন খন্দকারের ছেলে তমিজউদ্দীন খন্দকার আপেল, একই এলাকার জামসেদ মিয়ার ছেলে বাবু, আবুল হোসেনের ছেলে ফয়সাল ও আলীম হোসেনের ছেলে মনির হোসেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আবু সায়েমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সকালে মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :