বিদ্যুৎ পেল শার্শার ৩০০ পরিবার

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:০০

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাজারে ৩০০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎসংযোগ দেয়া হয়েছে। এতদিন এসব এলাকার মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল।

সোমবার বাগআঁচড়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফিল উদ্দিন বলেন, বিদ্যুৎ অনেক মূল্যবান সম্পদ। ভালো কাজে এটা ব্যবহার করতে হবে। বিশেষ করে লেখা-পড়ায়। এসময় বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারা।

এদিকে দেশ স্বাধীনের পরে এই প্রথম ঘরে বিদ্যুতের আলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে এতদিনের আলো বঞ্চিত পরিবারের সদস্যরা।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :