ঢাকাটাইমস প্রতিনিধি মিশুকে ত্রিপুরা হাইকমিশনের সম্মাননা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:০৭

বাংলাদেশ সহকারী হাইকমিশন ত্রিপুরায় বাউল উৎসব-২০১৭’ বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন ঢাকাটাইমস ও দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু। ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ত্রিপুরা রাজ্যের আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় ত্রিপুরায় ‘বাউল উৎসব’ অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে ‘সম্মাননা স্মারক’ তার হাতে তুলে দেয়া হয়।

রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার রাতে ত্রিপুরারাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর প্রধান অতিথি হিসেবে মহিউদ্দিন মিশুর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয়ক পরিষদের প্রশিক্ষণ সম্পাদক আহসানউল্লাহ তমালের উপস্থাপনায় বাউল উৎসবে ফকির লালন শাহ্ ও বাউল সম্রাট আব্দুল করিম, রাধারমন দত্তসহ হাসান রাজার সঙ্গীত নান্দনিক পরিবেশনার জন্য কুষ্টিয়ার লালন একাডেমির বেগম কাঙ্গালিনী সুফিয়া, আব্দুল কুদ্দুস, শেখ জামাল উদ্দিন টুনটুন, শিরিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, শিরীনা আক্তার, আব্দুল কুদ্দুস আলী, সেলিম হক এবং সিলেট সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জন, হাবিবুর রহমান, অমিত বর্মণকে ‘স্মারক’ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার পবিত্র কর ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সহকারী হাইকমিশন মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মো. মনিরুজ্জামান, সেকেন্ড সেক্রেটারি মো. ইকবাল হোসেন, সাংবাদিক হান্নান খাদেম প্রমুখ।

পরে অতিথিদের সম্মানে সহকারী হাইকমিশন দূতাবাসে নৈশভোজের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :