পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৭:৪১ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ২৩:৫৯

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং ১৫ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

পুলিশের সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবদুস সালামকে পুলিশ সদর দপ্তরে, ঢাকা পুলিশ অধিদপ্তরের মো. মহসিন হোসেনকে পুলিশ সদর দপ্তরে, পুলিশের বিশেষ শাখার মীর শহীদুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে ও ঢাকা রেঞ্জের মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকার এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক মেজবাহ উদ্দিনকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট, র‌্যাবের পরিচালক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. লুৎফর রহমান মন্ডলকে পুলিশের অপরাধ বিভাগে, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, পুলিশ অধিদপ্তরের চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ঢাকা রেঞ্জে, র‌্যাবের পরিচালক মো. শাহাবুদ্দিন খানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে এন্টি-টেরোরিজম ইউনিটে, ঢাকার টিএন্ডআইএমের মোর্শেদুল আনোয়ার খানকে ঢাকার টিএন্ডআইএমে বদলি বা পদায়ন করা হয়েছে।

এছাড়াও একই আদেশে পুলিশ অধিদপ্তরের ড. এ এফ এম মাসুম রব্বানীকে পুলিশের বিশেষ শাখায়, পুলিশ অধিদপ্তরের ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে ঢাকার টিএন্ডআইএমে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মীর রেজাউল আলমকে ডিএমডির অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের মোহাম্মদ আলী মিয়াকে পুলিশের বিশেষ শাখায়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্যকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে, র‌্যাবের পরিচালক খন্দকার লুৎফুল কবিরকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে এবং পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :