এফডিসিতে নায়ক জসিম উৎসব

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১২:৫৬

প্রয়াত নায়ক জসিম। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ছবির পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করে থাকেন। খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবেও যিনি ব্যাপক সফলতা পেয়েছিলেন।

এ নায়কের স্মরণে আগামী ২২ ডিসেম্বর এফডিসিতে আয়োজন করা হচ্ছে ‘জসিম উৎসব’। এটি চালু হয়েছে গত বছর থেকে। সেসময় পরিবারের কারো অনুমতি না নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন নায়ক জসিমের ছেলে রাহুল। তবে এবার পরিবারের অনুমতি নিয়েই উৎসব করা হচ্ছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানটির আয়োজক ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’। অনুষ্ঠানে নায়ক জসিমের পরিবার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন একডেমির সভাপতি সোহেল হক।

তিনি বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর আমরা এফডিসিতে জসিম উৎসবের আয়োজন করছি। এখানে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও জসিম স্যারের পরিবার অংশগ্রহণ করবে। আসলে আমরা জসিম ভাইয়ের ভক্ত। তার স্মরণেই ২০০৩ সালে আমরা ‘বীর মুক্তি যোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’চালু করেছি। তখন থেকেই জসিম স্যারের জন্মদিন ও মৃত্যুদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করি।’

সোহেল আরো বলেন, ‘রাহুল ভাই (জসিমের ছেলে) আমাদের অনুষ্ঠানটি কেমন হতে পারে সেই বিষয়গুলোতে সময় দিচ্ছেন। এবার পরিবারের সহযোগিতায় আরো সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করব।’

১৯৭২ সালে ‘দেবর’ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক জসিমের। ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার সঙ্গে নায়িকা শাবানা ও রোজিনার জুটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ছিল। বিভিন্ন ছবিতে তাকে শোষণ ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা গেছে।

১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোকগমন করেন বাংলা ছবির প্রথম অ্যাকশন হিরো নায়ক জসিম। মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র হাতে সরাসরি যুদ্ধও করেছিলেন এ মুক্তিযোদ্ধা নায়ক।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :