‘পদ্মাবতী’ বিতর্ককারীদের সুপ্রিম কোর্টে তুলোধুনো

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৫:৪৯ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৫:০৩

যেসব মুখ্যমন্ত্রী ও অন্যান্য সরকারি পদাধিকারী ব্যক্তিরা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন, তাদের তুলোধুনো করলো ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, ‘যারা সরকারি পদে রয়েছেন, তাদের এ ধরণের মন্তব্য করা উচিত নয়।’

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ওওম খানভিলকর, ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছেন, ‘এ বিষয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তই যেখানে বকেয়া রয়েছে, সেখানে সরকারি পদাধিকারীরা কীভাবে ছবির সার্টিফিকেট দেয়া বা না দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেন? এটা সম্পূর্ণই সেন্সর বোর্ডের সিদ্ধান্ত।’

সরকারি পদাধিকারীদের এমন মন্তব্য আইনবিরুদ্ধ হওয়ার পাশাপাশি এগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেও জানায় ভারতের এ শীর্ষ আদালত। ছবিটির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে যে ফৌজদারি মামলা করার আবেদন করা হয়েছিল তাও এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ছবিটি বিদেশে মুক্তি দেবেন না বলে আদালতকে আশ্বস্ত করেন সঞ্জয় লীলা বানসালির আইনজীবী। তবে সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও ‘পদ্মাবতী’ রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশে মুক্তি পাবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।

এদিকে, ‘পদ্মাবতী’ নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রতিবাদে সামিল হয়েছেন টলিউডের শিল্পীরা। মঙ্গলবার বেলা ১২টা থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত সেখানে সমস্ত স্টুডিওর শুটিং বন্ধ রাখা হয়। ব্লাক-আউট করে দেয়া হয় ফ্লোর। কালো ব্যাজ পরে বিক্ষোভে সামিল হন শিল্পী ও কলাকুশলীরা।

সেখানে ক্ষোভ উগড়ে দিয়ে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বলেন, ‘শুধু অর্থ উপার্জনের জন্য নয়, আমরা একটা প্যাশন নিয়ে কাজ করি। তাতে আঘাত করাটা ঠিক নয়। ভারতের অন্যতম সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তাকে যেভাবে অপমানের মুখে পড়তে হয়েছে তা সত্যিই লজ্জাজনক।’

তিনি আরো বলেন, ‘ছবিটি দেখে মানুষ বিচার করুক। ‘পদ্মাবতী’র পক্ষে আমরা শিল্পীরা একসঙ্গে আছি।’ এভাবে গোটা ভারতের চলচ্চিত্র শিল্পীদের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :