সুনামগঞ্জে ২০ বস্তা ওএমএস চাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৫:২৬
ফাইল ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারের মের্সাস অভি স্টোর থেকে ২০ বস্তা ওএমএস চাল জব্ধ করা হয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় ‍সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, উপেজেলার ফেনারবাঁক ইউনিয়নের ওএমএস ডিলার সুব্রত পুরকাস্থ গত সোমবার ডিও মাধ্যমে তিন টন চাল উত্তোলন করেন। ৫০ কেজি প্রতিবস্তায় ৬০ বস্তা চাল উপজেলা খাদ্য গোদাম থেকে উত্তোলন করে ৪০ বস্তা বিক্রয়কেন্দ্রে নিয়ে গেলেও বাকি ২০ বস্তা চাল কারেন্টের বাজারে ব্যবসায়ী রহিমের অভি স্টোরে রেখে দেন। সুবিধামত পরে নিয়ে যাবেন বলে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় জামালগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অসীম তালুকদার পুলিশ নিয়ে ওই ২০ বস্তা চাল জব্ধ করেন।

এব্যাপারে ব্যবসায়ী অভি স্টোরের মালিক রহিম বলেন, ডিলার সুব্রত আমার পরিচিত। ওই চালগুলো পরে নিয়ে যাবে বলে আমার দোকানে রেখে যান। ডিলার সুব্রত এ বিষয়ে জানান, যাতায়াতের অসুবিধার জন্য চাল বিক্রয়কেন্দ্রে নিতে পারিনি।

জামালগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলেন, চাল জব্ধ করেছি। তদন্ত করে পরে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :