তারাকান্দায় শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৭:৩৪

ময়মনসিংহের তারাকান্দায় সুজন ওরফে চেতন পন্ডিত (১৩) নামে এক শিশু হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা জজের ১নং অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী দুইজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ ছাড়াও প্রত্যেককে ৫০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) এবং তানভির হাসান আনিছ (৩২)। এর মধ্যে আকরাম হোসেন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানান, ২০১১ সালের ৩০ আগস্ট তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামে একটি মোবাইল ফোন বিক্রিকে কেন্দ্র করে সুজন ওরফে চেতন পন্ডিতকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এঘটনার পরদিন সুজনের বাবা খোকন পণ্ডিত বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে তারাকান্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন শুনানি ও মামলায় ৮জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন করেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, এ রায়ে আসামিরা ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করা হবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিতিনি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :