টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৭:৩৬

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় সালমা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী গার্মেন্টকর্মী বাদল পলাতক রয়েছেন।

নিহত সালমা গাজীপুরের টঙ্গী থানা এলাকার মুরকুন গ্রামের লোকমান মিয়ার মেয়ে।

নিহতের চাচা আব্দুল মান্নান জানান, বিগত প্রায় দেড় বছর আগে সালমার সঙ্গে মো. বাদলের মিয়ার বিয়ে হয়। ওই সময় ঘর সাজাতে যা কিছু প্রয়োজনীয়

আসবাবপত্র তাদের দেয়া হয়েছিল। কিন্তু স্বামী ও তার পরিবারের চাহিদা দিন দিন বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বাদল ও তার পরিবারের লোকজন সালমার বাবার কাছে নগদ তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে সালমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন তারা। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে গত কয়েকদিন আগে সালমা তার বাবার বাসায় চলে আসেন। স্বামীর বাড়ির নির্যাতন এবং বাবার টাকা প্রদানে অপারগতায় অবশেষে মঙ্গলবার গভীর রাতে তিনি ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ রাত তিনটায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অপর দিকে ঘটনা টের পেয়ে সালমার স্বামী বাদল তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ করে নিরুদ্দেশ হন। তিনি স্থানীয় একটি গার্মেন্ট কারখানার ওয়াশিং বিভাগে কাজ করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পারিবারিক কলহের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :