মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করার উদ্যোগ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৮:০৮ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৮:০৬

একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করার উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানিয়েছেন এই তথ্য।

মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইন করে সম্মানিত করা হবে। যে কেউ দেখে যেন বলতে পারেন এটি একজন মুক্তিযোদ্ধার কবর।’

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা মাঠে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কী কী করেছে এর বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দেশের সব মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।

মন্ত্রী জানান, প্রত্যেক জীবিত মুক্তিযোদ্ধার কাছ থেকে ১০ মিনিটের ভিডিওর মাধ্যমে নিজেদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করা হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাবেক পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবুল কাশেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ্ প্রমুখ।

পরে বিকালে মন্ত্রী উপজেলার পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ক্রীড়া টুর্নামেন্টের উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমডি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :