ঠাকুরগাঁওয়ে দ্রুতগতির বাস উল্টে তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২০:২৬ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:২৫

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপারসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় শিবগঞ্জ বিমান বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসটির হেলপার বাদশা মিয়া (৩০), জোসনা (২৪) নামে এক গৃহবধূ ও মলিন মিয়া (৬০)।

নিহত বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। আর জোসনা রানীশংকৈল উপজেলার মাইদুল হকের স্ত্রী এবং মলিন চন্দ্র সদর উপজেলার দেওগাও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পীরগঞ্জ থেকে ‘মা এন্টারপ্রাইজ (ঠাকুরগাঁও জ-০৪-০০০৫)’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঠাকুরগাঁও আসছিল। পথিমধ্যে শিবগঞ্জ বিমান বন্দর এলাকায় পৌঁছলে বিকেল অনুমান সাড়ে ৪ টায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পার্শে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার বাদশা মিয়া (৩০) মারা যান। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির ঢাকাটাইমসকে জানান, আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।এদের মধ্যে জোসনা ও মলিন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুদল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :