‘কর্মীদের যোগ্যতার প্রমাণ দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৫০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, ‘প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিজেদের আত্মমর্যাদা সঠিকভাবে অনুধাবন করে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য অবশ্যই পালন করতে হবে। প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিতে হবে। নিজেকে ভালোবাসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত, দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় চিকিৎসা প্রতিষ্ঠান, বিশ্ব সেরার তালিকায় স্থান পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কমচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘নিজের ব্যক্তিজীবনে উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। এ বিষয়টি অন্তরে ধারণ করে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের ইমেজ বৃদ্ধি করতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শিগগিরই এমবিবিএসসহ আন্ডার গ্রাজুয়েট মেডিক্যাল কোর্সসমূহ অন্তর্ভুক্ত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কমচারীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (অর্থ, হিসাব ও অডিট) মো. আবদুস সোবহান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ডা. সাকী খন্দকার, তানিয়া আক্তার কেয়া, জিএম আবুল হাসান, মো. আমিনুল ইসলাম পলাশ, মো. বেলাল হোসেন প্রমুখ।

দীর্ঘ ১৯ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ধরনের পদোন্নতি দেয়ায় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ বর্তমান প্রশাসনের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৩ জন কর্মকর্তা ও চারজন কর্মচারীকে পদোন্নতির নিয়োগপত্র দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

এই বিভাগের সব খবর

শিরোনাম :