ফরিদপুরে গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি (এই সময়), ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ২০:৩৭

ফরিদপুর জেলার গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় এ সভা হয়। এতে অর্থায়ন করে ইউরোপিয়ান ও ইউএনডিপি বাংলাদেশ।

স্থানীয় সরকার ফরিদপুর এর উপপরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ পুলের সদস্য ফরিদপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী খান মোহাম্মদ শহীদ, ডিস্ট্রিক্ট প্যাসিরিটেটর আমিরুল ইসলাম খান, জেলা সমন্বয়কারী রাশেদুল হক মিল্টন, উপজেলা সমন্বয়কারী রুবিনা আক্তার, সামিরা সুলতানা।

অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ৬টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ৬টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রশিক্ষণ পুলের সদস্য, জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য, ৩৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন অংশ গ্রহণ করেন।

সমন্বয় সভা শেষে ৬টি ইউনিয়নের সচিবকে পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :