আজ জিতলেই শেষ চারে সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ০৯:০৬ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ০৮:০০

শেষ দিকে দারুণ জমে উঠেছে বিপিএলের লড়াই। এবার শেষ চারে ওঠার উত্তেজনা। ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে খুলনা টাইটান্স। আজ দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করার সুযোগ ঢাকা ডায়নামাইটসের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে জিততে পারলেই তারা উঠে যাবে শেষ চারে। ম্যাচটা সন্ধ্যা ৬টায়। দিনের প্রথম ম্যাচে বাঁচা-মরার লড়াই চিটাগং ভাইকিংসের। রাজশাহী কিংসের কাছে হারলেই গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হবে তাদের। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এবার বিপিএলে ৭টি দলের মধ্যে শীর্ষ চারটি অবস্থানে আছে খুলনা টাইটান্স (৯ ম্যাচে ১৩ পয়েন্ট), ঢাকা ডায়নামাইটস (৯ ম্যাচে ১১ পয়েন্ট), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৭ ম্যাচে ১০ পয়েন্ট) ও রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১০ পয়েন্ট)। শেষের তিনটি স্থানে আছে সিলেট সিক্সার্স (১০ ম্যাচে ৭ পয়েন্ট), রাজশাহী কিংস (৯ ম্যাচে ৬ পয়েন্ট) এবং চিটাগং ভাইকিংস (৯ ম্যাচে ৫ পয়েন্ট)। শেষ চারে ওঠার ক্ষেত্রে ইতোমধ্যেই ১৩ পয়েন্ট অর্জন করায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে খুলনার। কারণ যে চারটি দল শেষ চারে উঠবে তাদের মধ্যে চতুর্থ দল হিসেবে সর্বনি¤œ ১৩ পয়েন্টই যথেষ্ট হবে। পয়েন্ট তালিকা বিশ্লেষণে সেটাই পরিলক্ষিত হয়েছে। কারণ সিলেট বাকি ২ ম্যাচেই জিতলে পয়েন্ট দাঁড়াবে ১১, রাজশাহী বাকি তিন ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১২ এবং চিটাগং বাকি ৩ ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রে তিনটি দলেরই ওপরে থাকছে খুলনা। তাই তাদের কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যে।

সবচেয়ে বিপদের মধ্যে আছে এই মুহূর্তে চিটাগং। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান তাদের। শেষ চারে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে তাদের। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। আজ পরাজিত হলে ১০ ম্যাচে ৫ পয়েন্টই থাকবে তাদের এবং বাকি দুই ম্যাচ জিতলেও ৯ পয়েন্ট হওয়াতে বর্তমান টেবিলের পয়েন্ট তালিকা অনুসারেও তাদের অবস্থান সেরা চারে হবে না। এ কারণে রাজশাহীর বিরুদ্ধে বাঁচা-মরার লড়াই আজ তাদের। তবে রাজশাহী জিতে গেলে আরেকটু ভাল অবস্থানে যাবে এবং শেষ চারে ওঠার আশা উজ্জ্বলতর হবে। কিন্তু হারলেও রেসে থাকবে তারা। কিন্তু সেক্ষেত্রেও শেষ মুহূর্তের জটিল সমীকরণে পড়তে হবে। এ কারণে আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রাজশাহী সমীকরণ আরেকটু সহজ করার জন্য। চলতি আসরে এটিই দু’দলের প্রথম সাক্ষাত।

দ্বিতীয় ম্যাচে আরেকটি শক্তিমত্তার লড়াই। তবে দারুণ সুযোগ গত আসরের চ্যাম্পিয়ন ঢাকার। এবার বিপিএলের শুরুটা পরাজয় দিয়ে হলেও এখন ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। কুমিল্লাকে হারাতে পারলেই দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করবে ঢাকা। আর কুমিল্লার জন্য সুযোগ পয়েন্ট টেবিলে আরও ওপরে উঠে আসার। দু’দলই এই মুহূর্তে বেশ ভাল অবস্থানে আছে। তাই লড়াইটাও বেশ হাড্ডাহাড্ডিই হবে এমনটাই ধারণা করা হচ্ছে। প্রথম সাক্ষাতে গত ২০ নবেম্বর ঢাকা নিজেদের মাঠে হেরে গিয়েছিল কুমিল্লার কাছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ম্যাচটিতে শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেয়েছিল কুমিল্লা। তাই আজও ঢাকার বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তামিম ইকবালের দল। কিন্তু ঢাকার লক্ষ্য প্রতিশোধ নেয়ার। নিরপেক্ষ ভেন্যু চট্টগ্রামে এবার শুধু সেই প্রচেষ্টাতেই নয়, শেষ চার নিশ্চিত করার জন্যই নামবে চ্যাম্পিয়ন ঢাকা।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :