চাঁদপুরে প্রথমবারের মতো জেলা ইজতেমা শুরু কাল

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটামস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:৩০

চাঁদপুরে প্রথমবারের মতো ৩০ নভেম্বর থেকে ১ ও ২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা। এ ইজতেমায় স্বেচ্ছায় নির্মাণ কাজে অংশ নিয়েছে জেলার সর্বস্তরের শতশত মুসল্লি।

ইজতেমার সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কমিটির দায়িত্বে থাকা মাওলানা আব্দুর রশিদ তালুকদার, হাজী আরিফুল্লাহ ও মুফতি সিরাজুল ইসলাম।

টঙ্গীর বিশ্ব ইজতেমায় লোকসমাগম কমাতে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাবলিগের মুরব্বিদের তত্ত্বাবধানে চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা বিশ্ব ইজতেমা।

চাঁদপুর শহরের পুরাণ বাজার এমদাদিয়া মাদরাসা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে চাঁদপুর ইজতেমা শুরু হবে। ৩০ নভেম্বর বাদ ফজর থেকে ঢাকা কাকরাইলে তাবলিগের মুরব্বিরা এ বয়ান অংশগ্রহণ করে বয়ান পরিচালনা করবেন।

প্রতিদিন ফজর, জোহর, আছর ও মাগরিব বাদ মানুষের ঈমান ও আমল কিভাবে মজবুত করা যায়- সে প্রচেষ্টায় বয়ান করা হবে।

২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :