তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ১৮:৪৮

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ২২১ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার বিকাল সোয়া তিনটায় সীমান্ত পিলার ১১৯৪/২-এস এর ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লামাকাটা নামক স্থান থেকে এ সকল মদ আটক করা হয়।

বীরেন্দ্রনগর বিওপির নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের কার্টন ফেলে পালিয়ে যায়।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :