ইতালিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:০৪

ইতালির মিলানে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কেক কেটে পালন করেছে মিলান লোম্বার্দিয়া যুবলীগ।

রবিবার স্থানীয় একটি হলরুমে যুবলীগের সভাপতি খান মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফি উদ্দিনের পরিচালনায় সবার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত, জাতীয় সংগীত ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুল হোসাইন খান নিখিল। বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমারা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আগামীতে আ'লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। তাই সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- মিলান লম্বারদিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুন কবির জামান, হানিফ শিপন, জামিল আহমেদ, রহমান খান, হান্নান মাস্টার, সিরাজুল ইসলাম, নেসার আহমেদ, ইরফান শিকদার, আসমা জাকির, তোফায়েল আহমেদ খান, মামুন হাওলাদার, খান রিপন, ইব্রাহিম মিয়া, যুবলীগের রুহুল আমিন, ফজলুল হক মৃধা, এনায়েত হাওলাদার, সিরাজুল ইসলাম, রাজু আহমেদ, সালাহউদ্দিন রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, প্রজন্মলীগের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :