তামিম-স্যামুয়েলসের ব্যাটে কুমিল্লা ১৬৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২২:১২ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে, জিততে হলে ঢাকাকে করতে হবে ১৬৮ রান। এই ম্যাচে যারাই জিতবে তাদের প্লে-অফ নিশ্চিত হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে তামিম ইকবাল ৩৭, মারলন স্যামুয়েলস ৩৯ ও লিটন দাস ৩৪ রান করেন। ঢাকা ডায়নামাইটসের পক্ষে কেভন কুপার ৩টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা দারুণ ছিল। ওপেনিং জুটিতে ৬০ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের অষ্টম ওভারে সাকিব আল হাসানের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ধরা পড়েন তামিম ইকবাল। ২৩ বল খেলে ৩৭ রান করেন তিনি।

ইনিংসের ১২তম ওভারে সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হন লিটন দাস। ১৬তম ওভারে কেভন কুপারের বলে কাইরন পোলার্ডের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। তিনি করেন ২৬ রান।

১৯তম ওভারে পরপর দুই বলে দুইটি উইকেট নেন কেভন কুপার। ওভারের দ্বিতীয় বলে জো ডেনলির হাতে ক্যাচ হন মারলন স্যামুয়েলস। তৃতীয় বলে কাইরন পোলার্ডের হাতে ক্যাচ হন জস বাটলার। ২৭ বল খেলে ৩৯ রান করেন তিনি। ২০তম ওভারে রান আউট হন ডোয়াইন ব্রাভো।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ১৬৭/৬ (২০ ওভার)

(তামিম ইকবাল ৩৭, লিটন দাস ৩৪, ইমরুল কায়েস ২৬, মারলন স্যামুয়েলস ৩৯, জস বাটলার ৪, শোয়েব মালিক ৯*, ডোয়াইন ব্রাভো ৬, হাসান আলী ৮*; আবু হায়দার রনি ০/৩৫, কেভন কুপার ৩/৪২, সুনিল নারিন ০/১৫, মোহাম্মদ শহীদ ০/২৬, মোসাদ্দেক হোসেন সৈকত ০/২৪, সাকিব আল হাসান ২/২৩)।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :