শাহ আমানতে স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটক

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৫৯
ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৯৫০ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক বিভাগ।

আজ বুধবার সকালে ওই যাত্রীর লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণগুলো জব্দ করা হয়। আটক যাত্রীর নাম মাসুদ (২৭)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম কাস্টমস ও শুল্ক বিভাগের কর্মকর্তা ফরিদ উদ্দিন ঢাকাটাইমসকে জানান, মাসুদ বুধবার সকাল ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি বিমানে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তল্লাশির সময় তার লাগেজের মাঝখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণগুলো পাওয়া যায়।

ফরিদ উদ্দিন জানান, মাসুদ আরব আমিরাতের শারজায় শ্রমিক হিসেবে কর্মরত। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/আইকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা