রাস্তায় পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন জামালপুরের এএসপি

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ২০:০৪

মৌলভীবাজারে রাস্তার পাশে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন জামালপুর জেলা ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সুফিয়ান ও স্ত্রী নিজু আরা বেগম। নবজাতককে লালন-পালনের জন্য তাদের দায়িত্ব দিল আদালত।

বুধবার বিকালে মৌলভীবাজার জেলার শিশু আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এই নবজাতককে দত্তক নিতে মৌলভীবাজার শিশু আদালতে ১৭টি আবেদন জমা পড়ে। এসব আবেদন যাচাই-বাছাই করে এএসপি আবু সুফিয়ান ও স্ত্রী নিজু আরা বেগমকে দায়িত্ব দেয়া হয়।

প্রসঙ্গত, সোমবার (২০ নভেম্বর)সন্ধ্যায় শাহবন্দর এলাকার রাস্তার পাশে একটি শিশু পড়ে রয়েছে এমন সংবাদ মডেল থানার ওসি সোহেল আহমদকে জানালে তিনি ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। পরে সংবাদটি স্থানীয় একটি অনলাইনে প্রকাশের পর নবজাতককে দত্তক নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৭টি আবেদন জমা পড়ে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :