মাদারীপুরে ফার্মেসি মালিকদের ধর্মঘট প্রত্যাহার, দুই দিনের আল্টিমেটাম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ২১:০৭

দিনব্যাপী বন্ধ থাকার পর অবশেষে বুধবার রাতে মাদারীপুর জেলা প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে মাদারীপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। তবে সমস্যা স্থায়ী সমাধানের জন্যে দুই দিনের আল্টিমেটাম দেন দোকানিরা।

সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান জানান, দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার অধিদপ্তরের লোকজন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিষিদ্ধ ওষুধ সরবরাহের অজুহাত দেখিয়ে জেলার ওষুধের দোকানগুলো থেকে অবৈধভাবে চাঁদা নিচ্ছেন। সেই সঙ্গে নানাভাবে হয়রানিও করা হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকানিরা। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়া মাদারীপুর জেলার ৮০০ ওষুধের দোকান একযোগে বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তি পড়েন সাধারণ মানুষ।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ওষুধ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু ফার্মেসিতে পুরো দিন বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করেছি তাদের সাথে সমঝোতার। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চেষ্টা করবে সঠিক কাজ করতে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :