নেইমার জাদুতে পিএসজির জয়

ক্রীড়া ডেস্ক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১০:২৫

এ বছর পিএসজিতে নাম লেখানোর পর নেইমার যেন ‘নতুন’ হয়ে উঠেছেন। প্রায় প্রতিটা ম্যাচেই জ্বলে উঠছেন। বুধবার রাতে আরেকটা মনে রাখার মতো ম্যাচ খেললেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার অসাধারণ নৈপূণ্যে লিগ ওয়ানে তোয়াকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত করে নিল পিএসজি। নিজে গোল করেছেন, কাভানিকে দিয়ে গোল করিয়েছেন নেইমার।এ জয়ের ফলে লিগে দ্বিতীয় স্থানে থাকা দলটির চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি।

প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল পিএসজির দখলে।কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না তারা। দুইবার গোলের সুযোগ তৈরী করেও তা কাজে লাগাতে পারেনি ফরাসী জায়ান্টরা। দারুণ একটি আক্রমণ নাস্যাৎ করে দেন গোল রক্ষক মামাদু সামাসা।

৪১ মনিটে ডি বক্সে কাভানিকে ফেলে দিলে পেনাল্টি লাভ করে পিএসজি। কিন্তু এবারও গোল বঞ্চিত। গত দুটি পেনাল্টি শট নেন নেইমার। এবার ছিল কাভানির পালা।কিন্তু এটা থেকে গোল করতে পারেনি কাভানি। ঝাপিয়ে পড়ে বল সেভ করেন প্রতিপক্ষের গোল কিপার সামাসা।

৬৮তম মিনিটে নেইমারের ফ্রিকিক ফিরিয়ে দিয়ে আবারও ত্রাতার ভূমিকায় সামাসা। তবে এ যাত্রায় দলকে বাঁচাতে পারলেও ৫ মিনিট পর নেইমারের নেওয়া কোনাকুনি শটটি রক্ষা করতে পারেননি সামাসা।

৯০তম মিনিটে নেইমারের ক্রসে জোরালো শটে দলকে ২-০তে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করেন কাভানি। ১৫ ম্যাচে ত্রয়োদশ জয়ে পিএসজির পয়েন্ট ৪১। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অলিম্পিক মার্সেই। অলিম্পিক লিও ও বতর্মান চ্যাম্পিয়ন মোনাকোর পয়েন্ট ২৯।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :