বগুড়ায় সড়কে প্রাণ ঝরল মা-মেয়েসহ তিনজনের

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৮:১৫ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:০৭

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে শেরপুর-ধুনট সড়কের শুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম, তার দুই বছরের মেয়ে মিম এবং বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান।

আহতরা হলেন সীমা বেগম ও তার মেয়ে রুবি। আহতরা দুর্ঘটনায় নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪১২) ধুনট উপজেলায় যাচ্ছিল। শুভগাছা এলাকায় পৌঁছার পর শেরপুরগামী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। আহত হন তিনজন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থলে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন হোসেন।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :