ঝিনাইদহ মৎস্য বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:৪৭

ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা মৎস্য বাজারকে শতভাগ ফরমালিন মুক্ত বাজার ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ ঘোষণা দেন।

এ উপলক্ষে মৎস্য বাজার সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য বাজার সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সেলিম বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বাজার ঘুরে বিভিন্ন দোকান পরীক্ষা করে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়।

এ সময় মৎস্য ব্যবসায়ীরা আগামীতে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :