বিপিএল থেকে ফিরে অধিনায়ক হলেন পেরেরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:০৬

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন থিসারা পেরেরা। সম্প্রতি রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়ে দেশে ফিরে গেছেন তিনি। তবে, পেরেরাকে স্থায়ীভাবে অধিনায়ক করা হয়নি। আপাতত শুধু এই সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

এই প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন থিসারা পেরেরা। সম্প্রতি পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন তিনি। সপ্তম ব্যক্তি হিসাবে ২০১৭ সালে শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করতে চলেছেন থিসারা পেরেরা। এর আগে চলতি বছরে অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা ও চামার কাপুগেদারা।

এখন স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৭ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ ডিসেম্বর।

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :