টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুইটি নৌকা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৮:১৪

কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমার থেকে আসা দুইটি নৌকা আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সদর ইউনিয়নের কোনখার পাড়ার সমুদ্র সৈকত থেকে এসব আটক করা হয়।

পুলিশ জানায়, নাফনদী পেরিয়ে সমুদ্র সৈকত হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফে ঢুকছে- এমন তথ্যের ভিত্তিতে দুপুরে উপপরিদর্শক নির্মল চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল কোনখার পাড়ার সমুদ্র সৈকত এলাকা এলাকায় অবস্থান নেয়। এ সময় দুইটি নৌকা মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে সৈকতের তীরে পৌঁছায়। পাচারকারীরা পুলিশকে দেখতে পেয়ে নৌকা দুইটি ফেলে পালিয়ে যায়। পরে নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এসময় নৌকা দুইটিও জব্দ করা হয়। জব্দ নৌকা দুইটির মূল্য ৪ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আশরাফুর জ্জামান জানান, সমুদ্র সৈকতের তীরে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুইটি নৌকা জব্দ করা হয়েছে। এসময় কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। মাছ শিকারের বেশ ধরে ইয়াবা বিক্রেতারা নৌকায় করে ইয়াবার চালান পাচার করছে। তবে পুলিশ ইয়াবা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইয়াবাসহ নৌকা উদ্ধারের ঘটনায় ইয়াবার প্রকৃত মালিককে আসামি করে মাদক মামলা প্রক্রিয়া চলছে জানান পুলিশের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :