গ্যাসবিহীন ১২ ঘণ্টা!

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:০৪
ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে পুরো টাঙ্গাইলসহ জয়দেবপুর পর্যন্ত কোথাও কোথাও সংযোগ বিচ্ছিন্ন আবার কোথাও গ্যাস বিভ্রাটের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বেই বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গ্রাহকদের জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাসেক প্রকল্পের আওতায় গ্যাস পাইপ লাইনের ভাল্ব স্থানান্তরের জন্য জয়দেবপুর সিজিএস থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ১৫০ পিএসআইজি গ্যাস লাইন হতে সংযোগ গ্রহণকারী সকল শ্রেণির গ্রাহক টাঙ্গাইল শহর, মির্জাপুর, কুমুদিনী, গোড়াই শিল্প এলাকা, চন্দ্রা, কোনাবাড়ী ও সংলগ্ন এলাকা এবং জয়দেবপুর সিজিএস থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত ১৫০ পিএসআইজি লাইনের সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের ১২ ঘণ্টা গ্যাস সরবরহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিষ্ঠানটি লাইনের কাজ করবে।

একই সাথে বৃহস্পতিবার এই সময়ে জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী এলাকা পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের গ্রাহকদের লাইনে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

দীর্ঘ ১২ ঘণ্টা গ্যাস বিভ্রাট হবে এজন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/আরকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :