পাঁচবিবি সীমান্তে রোহিঙ্গা মহিলা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:২৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর সীমান্ত থেকে এক রোহিঙ্গা মহিলাকে উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে উদাসীনভাবে অপরিচিত এক মহিলার ঘোরাফেরা চোখে পড়ে। এলাকাবাসী তার বাড়ি কোথায় জানতে চাইলে সে রোহিঙ্গা ভাষায় কথা বলতে থাকে। এসময় স্থানীয় বিজিবির কয়া ক্যাম্পে বিষয়টি জানালে বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

উদ্ধার হওয়া রোহিঙ্গা মহিলাটি রাখাইন রাজ্যের মৃত. হোসেন আহম্মদের স্ত্রী আয়শা খাতুন বলে জানা যায়।

চট্টগ্রামে বাড়ি কয়া ক্যাম্পে বিজিবিতে কর্মরত নাসির উদ্দিনের মাধ্যমে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে এসে তিনি বাংলাদেশের কুতুবপাল আশ্রয় শিবিরে থাকতেন। কাজ দেয়ার কথা বলে ৫ হাজার টাকার বিনিময়ে তাকেসহ আরো চারজনকে নিয়ে দালালচক্র আশ্রয় শিবির থেকে পালিয়ে আসে এবং একেকজনকে একেক জায়গায় রেখে দালালচক্ররা পালিয়ে যায়।

২০ জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার রোহিঙ্গা মহিলাটি বাংলাদেশের যে আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছে তাকে আবার সেই আশ্রয় শিবিরে পৌঁছে দেয়ার জন্য ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় দু’জন বিজিবি সদস্যসহ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :