চাঁদপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চার বছর পর সাজাপ্রাপ্ত আসামি আজাদ গাজী ও পৌরসভার টোরাগড় এলাকা থেকে সাজাপ্রাপ্ত মো. ইউনূস ভুইয়াকে ১৪ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডের পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্ত আসামিদের চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠায়।

বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ গাজী বাড়ি আসামি আজাদ গাজীর শ্বশুরালয় থেকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি আজাদ গাজী হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের মহব্বতপুর গাজী বাড়ির খলিল গাজীর ছেলে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আসামি আজাদ গাজী ও তার ভাই মানিক গাজী এবং সানোয়ার ওরফে সানুকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড) রায় ঘোষণা করে চাঁদপুর আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২। রায়টি ঘোষণা করা হয়, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর। এরপর থেকে তারা পলাতক ছিল।

এর পূর্বে ২০০৭ সালের ১২ মার্চ আসামির বড় ভাই মানিক গাজীর স্ত্রী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহীদ হোসাইন জানান, সাজাপ্রাপ্ত এই আসামি প্রবাসে থাকায় গ্রেপ্তার করতে বিলম্ব হয়। গোপন সংবাদে বুধবার রাতে আজাদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এছাড়া ওই রাতেই পৌরসভার টোরাগড় এলাকা থেকে সাজাপ্রাপ্ত মো. ইউনূস ভুইয়া ১৪ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :