দাওয়াতুল হকের ইজতেমার সফলতা চাইলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ২০:৪৬
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে শুরু হতে যাওয়া মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা সফল করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী শনিবার সকাল নয়টা থেকে এই ইজতেমা শুরু হবে।

বৃহস্পতিবার বিকালে ইজতেমার সাফল্য কামনা করে মাওলানা মাহমুদুল হাসানকে একটি লিখিত বার্তাও দিয়েছেন এরশাদ।

লিখিত বার্তায় এরশাদ জানান, বাংলাদেশের প্রখ্যাত আলেম আমার শায়খ ও মুরশিদ আল্লামা মাহমুদুল হাসান বাংলাদেশে সুন্নাতে রাসুল সা. এর তালিম দিয়ে যাচ্ছেন। তিনি নিজে সুন্নাতের উপর চলেন এবং অন্যকে সুন্নাতের উপর চলতে উদ্বুদ্ধ করেন। হজরতের ব্যক্তিত্ব আমাকে মোহিত করে। আল্লামা মাহমুদুল হাসানের মাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব, জ্ঞানের গভীরতা ও উম্মাহর জন্য তার ভালোবাসা অতুলনীয়। আমি হজরতের সান্নিধ্যে মানসিক প্রশান্তি খুঁজে পাই।’

এরশাদ বলেন, আগামী ২ ডিসেম্বর মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা। আমি নিজেও একাধিকবার ইজতেমায় অংশগ্রহণ করেছি। দেশের বরেণ্য আলেমগণ এখানে আসেন এবং গুরুত্বপূর্ণ বয়ান করেন। আমি ইজতেমার সার্বিক কল্যাণ কামনা করছি। উম্মতের ঘরে ঘরে সুন্নাতে নববীর দাওয়াত পৌঁছে যাক।’

যাত্রাবাড়ী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান মজলিসে দাওয়াতুল হকের আমিরের দায়িত্ব পালন করছেন।

যাত্রাবাড়ী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাসরূর হাসান বলেন, মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। ইজতেমায় মাওলানা হাকীম কালীমুল্লাহ অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। ইজতেমায় দেশের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/টিএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :