ছয় কর্মকর্তাকে রোহিঙ্গা ত্রাণ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৭, ২২:২৫

মিয়ানমার থেকে আগত অনুপ্রবেশকারীদের মাঝে ত্রাণ ও প্রত্যাবাসনের লক্ষ্যে জরুরি প্রয়োজনে প্রশাসনের ছয় জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে কক্সবাজারের শরাণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

ওই ছয় কর্মকর্তা হলেন ভূমি মন্ত্রণালয়ের চার্জ অফিসার মো. সাইফুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের আবু নাসের ভূঁইয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উপপরিচালক মো. রেজাউল করিম, স্থানীয় সরকার বিভাগের আব্দুল ওয়াহাব রাশেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. সোহেল পারভেজ এবং বিদ্যুৎ বিভাগের মো. তালুত।

এ ছাড়া রজনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়, নোয়াখালীর সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা বেগম শারমিন আলমকে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :