বাগেরহাটে স্মার্টকার্ড বিতরণ শুরু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩২

বাগেরহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আহাদ হায়দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি প্রথম দিনে বাগেরহাটের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবীসহ দশজন বিশিষ্ট্য নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলায় আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে নির্বাচন কমিশন।

প্রথম পর্যায়ে বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩২ হাজার মানুষ এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :