না.গঞ্জে যুবদলের মিছিলে লাঠিচার্জে আহত ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৮ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন জেলা যুবদলের সভাপতিসহ ৭ জন যুবদলের নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ বিক্ষোভ ডাকা হয়েছিল।

শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের জিমখানা মাঠ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে আসলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশের বেদম লাঠিচার্জে আহত হয়েছেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, ফতুল্লা থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নসহ সাতজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা যুবদলের সভাপতি দাবি করেছেন পুলিশ অহেতুক মিছিলে লাঠিচার্জ করে তাদের ৭/৮ জন নেতাকর্মীকে আহত করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন শাহ পারভেজ জানান, কোনো প্রকার অনুমতি ছাড়াই যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

অন্যদিকে বিকেলে একই ইস্যূতে নারায়ণগঞ্জে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার ৩টায় শহরের মিশনপাড়ায় মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের ডন চেম্বার ঘুরে আবার মিশনপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :