খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির ২০ বছরপূর্তি উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৬

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর(দুই দশক) পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়কের প্রদক্ষিণ করে পৌর টাউন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনে মধ্যে র‌্যালি শেষ হয়।

র‌্যালি শুরু হওয়ার আগে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে কেক কেটে, বেলুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন খাগড়াছড়ি সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান।

এসময় সদর জোন অধিনায়ক লে. কর্নেল জিএম সোহাগ, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য মো. জাহেদুল আলম, মংশেপ্রু চৌধুরী (অপু), মো. আব্দুল জব্বার, খগেশ্বর ত্রিপুরা, নিগার সুলতানা, জুয়েল চাকমা, সতীষ চন্দ্র চাকমা প্রমুখ।

র‌্যালিতে পাহাড়ি বাঙালি চাকমা, মারমা, ত্রিপুরা সকলের মিলেমিশে নিজস্ব পোশাক পরিধান করে আনন্দে মেতে উঠে। সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের জাতীয় শিল্পী হায়দার আলীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :