লক্ষ্মীপুরে ডুবোচরে আটকা পড়েছে দুই ফেরি

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ২২:১৮

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের মেঘনা নদীর মতিরহাট এলাকায় ডুবোচরে ৩২টি যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে কলমী লতা ও কনকচাপা নামে দুইটি ফেরি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুইটি ফেরি ডুবোচরে আটকা পড়ে।

এর আগে বিকালে ভোলা থেকে মজু চৌধুরীর হাট লঞ্চঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি দুইটি।

এ নৌ-রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা প্রায়ই এ সমস্যায় পড়তে হয়। বারবার ড্রেজিংয়ের আশ্বাস দিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন চালক ও যাত্রীরা।

লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট লঞ্চঘাটের বিআইডাব্লিউটিসি সহকারী পরিচালক মো. শিহাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে ভোলা ইলিশা ফেরিঘাট থেকে মজু চৌধুরীর ঘাটের উদ্দেশে দুইটি ফেরি ছেড়ে আসে। নদীর মূল চ্যানেলে আটকা পড়েছে ফেরি দুইটি। ইতোমধ্যে জোয়ার-ভাটার দিকে তাকিয়ে ফেরি ও লঞ্চ ছাড়তে হয়। রাতে জোয়ার আসলে নদীতে পানি বাড়লে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :