ভৈরবে মেঘনায় ভাঙন, আতঙ্কে ব্যবসায়ীরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ২২:৪৮
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবের মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদীর প্রায় দেড়শ ফুট এলাকাজুড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন অব্যাহত রয়েছে। এতে প্রায় আড়াইশ মৎস্য ব্যবসায়ী রয়েছেন।

মৎস ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা ৭টার দিকে এ ভাঙন দেখা দেয়। প্রথমে নদীর পাড়ের ভাঙন শুরু হলে পরবর্তীতে পাড় থেকে প্রায় ৩০ ফুট এবং উত্তর-দক্ষিণে প্রায় দেড়শ ফুট এলাকা নদীতে চলে যায়।

রাত ৯টায় সরেজমিনে দেখা গেছে, নদীর পাড় এলাকার মাটি কাঁপছে। মনে হচ্ছে- রাতের মধ্য আরও এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

ভাঙনের খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ তাৎক্ষণিক ছুটে যান ভাঙন এলাকা পরিদর্শনে। এলাকার মাছ ও কয়লা ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস ও পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীকে ঘটনা জানানো হয়েছে বলে জানান তিনি।

উপজেলা কর্মকর্তা জানান, আশা করছি- শনিবারের মধ্যেই ভাঙন রোধকল্পে কাজ শুরু করা হবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :