যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মসজিদের সামনে মুসলিম বিদ্বেষী পোস্টার

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০৯:১০ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ০৮:৩৩

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া আপার ডারবিতে বাংলাদেশি পরিচালিত দু’টি মসজিদের প্রবেশ পথে মুসলিম বিদ্বেষী সতর্কবার্তা সম্বলিত পোস্টার টাঙ্গানোর ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার ভোরে কে-বা কারা মসজিদের প্রবেশদ্বারে মুসলিম বিদ্বেষী সতর্কবার্তা সম্বলিত পোস্টার লাগিয়ে দেয়। এ ঘটনাটি স্থানীয় পুলিশকে জানানোর পর অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে বলে জানা গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

ফিলাডেলফিয়া আপার ডারবি এলাকার বাংলাদেশি কাউন্সিলম্যান শেখ সিদ্দিক এ প্রতিনিধিকে জানান, দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় বাংলাদেশিরা আপার ডারবি এলাকার এ মসজিদটি পরিচালনা কর আসছেন। এখানে সব দেশের মুসলমানরা নামাজ পড়তে আসেন। এ মসজিদে একসঙ্গে ১৫শ মানুষ নামাজ আদায় করতে পারে। গত ১৬ বছরে এ ধরনের কোন ঘটনার সম্মুখিন হতে হয়নি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যখন যুক্তরাষ্ট্রব্যাপী মুসলিম নির্মূলের হুমকি আসছি তখন এমন ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করে গত দু’দিন আগে ভোরবেলা কে-বা কারা মসজিদের প্রবেশ পথে মুসলিম বিদ্বেষী সতর্কবার্তা সম্বলিত পোস্টার টাঙ্গিয়ে দিলে স্থানীয় মুসলমানদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসলিম বিদ্বেষী সতর্কবার্তা সম্বলিত পোস্টারে লেখা ছিল ‘ইউ কিল্ড ম্যানি পিপলস ইন ইউরোপ, ইউ ট্রায়িং আমেরিকা ঠু, নাউ ইজ আওয়ার টার্ম।’ তবে পুলিশ ও স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপার ডারবির পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মাইকেল জে. চিটউড প্রবাসী বাংলাদেশিদের অভয়বানী দিয়ে জানিয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। মুসলিম বিদ্বেষী এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অচিরেই গ্রেপ্তার করা হবে বলে তিনি প্রবাসীদের আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :