বাংলাদেশে সব ধর্মের সহাবস্থানে মুগ্ধ পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৩:০০
ফাইল ছবি

বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা এবং সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান দেখে মুগ্ধ হয়েছেন ঢাকায় সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে তেজঁগাও হলি রোজারিও গির্জায় খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সমাবেশে দেয়া বক্তব্যে পোপ এই মন্তব্য করেন।

ভাষণের পর চার্চের কবরস্থান পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। তিন দিনের সফরের শেষ দিনের কর্মসূচিতে দুপুরের পর নটরডেম কলেজে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেবেন পোপ। বিকালেই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পোপ তার বক্তব্যে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়েও কথা বলেন। তিনি জানান, কোনো ধর্মেই জঙ্গিবাদের স্থান নেই। কেউ যেন ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সব মানুষের কাছে ধর্মের বাণী আরও সহজ করে পৌঁছে দেয়ার আহ্বান জানান পোপ ফ্রান্সিস।

খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে বক্তৃতায় পোপ প্রত্যেককে ‘শুভ বীজ’ অভিহিত করে বলেন, ‘বীজের বেড়ে উঠার খেয়াল রেখো, বীজকে কোমল রেখো। অশুভ বীজ ও আগাছা থেকে সাবধান থাকতে হবে। ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করবে যাতে তিনি বীজকে শুভ রাখেন, কারণ তিনিই বীজ তৈরি করেছেন। বীজকে এমনভাবে পরিচর্যা কর, যাতে তা ঈশ্বরের আত্মজ্ঞান হিসেবে প্রতীয়মান হয়।’

পোপ বলেন, ‘কারও সম্পর্কে নিন্দা করা মানুষের একটি ত্রুটি। পেছনে কথা বলা সমাজের শান্তি বিঘ্নিত করে। পরনিন্দা করা এক ধরনের সন্ত্রাসবাদ, কারণ যেমন পরনিন্দা আড়ালে হয়ে থাকে তেমনি সন্ত্রাসবাদও।’ তিনি বলেন, ‘কোনো মানুষকে অপছন্দের কথাটি যদি সম্ভব হয় মুখের সামনে বলে দাও, যদি তা না পারও তাহলে এই কাজে সহায়তা করতে পারে এমন শুধু একজনকে বলবে, আর কাউকে নয়।’

পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার বিকালে ঢাকায় আসেন। গত দুই দিন তিনি ব্যস্ত সময় পার করেছেন। আজও সকাল থেকে তিনি নানা কর্মসূচির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :