কারও কাছে মাথা নত করেননি আনিসুল: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৯

সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নেতৃত্বের ক্ষেত্রে সফল দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই ব্যবসায়ী সব সময় দৃঢ় এবং বলিষ্ঠ ছিলেন। লক্ষ্য অর্জনে কখনো কারও কাছে মাথা নত করেননি।’

শনিবার বনানীর ২৩ নম্বর রোডের বাসায় আনিসুল হকের মরদেহে শেষশ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার প্রশাসন কীভাবে চালাতে হয়, তার দৃষ্টান্ত দেখিয়ে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘সাহসিকতার সঙ্গে যেকোনো কাজ কীভাবে করতে হয়, তা আনিসুল হকের মাধ্যমে ঢাকাবাসী দেখতে পেয়েছেন।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও এসময় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব আনিসুল হক।

শনিবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে। বিমানবন্দর থেকে প্রথমে আনিসুল হকের মরদেহ নেয়া হয় তার বনানীর বাসায়। পরে আর্মি স্টেডিয়ামে নেয়া হয় আনিসুল হকের মরদেহ। সেখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে ছেলের কবরে সমাহিত করা হবে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :