প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন আনিসুল পত্নী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৮ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৩

দীর্ঘ চার মাস পর নিজের শহরে ফিরলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরপিতা আনিসুল হক। তবে জীবিত নয়, লন্ডন থেকে বিমানে করে আসল তার নিথর দেহ। গত বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যান পরপারে।

বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ তার বনানীর বাসায় নেয়ার পর শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরদেহের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তখন প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন। পাশে দাঁড়ানো সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল শফিউল হকও কান্নায় ভেঙে পড়েন।

এ সময় আনিসুল হকের একমাত্র ছেলে নাভিদুল হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী দুপুর ১টা ৫২ মিনিটে মেয়রের বাসায় যান। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টার মতো অবস্থান করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ বহনকারী বিমানটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর বেলা একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

বনানীর বাসা থেকে আনিসুল হকের মরদেহ নেয়া হয় আর্মি স্টেডিয়ামে। সেখানে লাখো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে ছেলের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় ঢাকা উত্তরের নগরপিতাকে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :