দুই বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি শৌচাগারটির

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ২০:১১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের খারশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শৌচাগার নির্মাণের কাজ দুই বছরেও সম্পন্ন হয়নি বলে জানান স্কুলটির শিক্ষকরা। দ্রুত নির্মাণের জন্য জোর দাবি তাদের।

ছাত্র-ছাত্রীরা জানায়, দীর্ঘদিন যাবত বিদ্যালয়ে কোন শৌচাগার না থাকায় তারা বিপাকে আছে। স্কুল চলার সময় তারা যেখানে-সেখানে তাদের প্রকৃতিক কাজ সারতে হয়।

খারশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ছাত্র-ছাত্রীদের নিয়ে বিড়ম্বনায় রয়েছি। ২০১৬ সালের এপ্রিল মাসে কাজ শুরু করেছিল। কিন্তু কি কারণে আজো নির্মাণ কাজটি সম্পন্ন হলো না।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুরুল ইসলাম জানান, ঠিকাদারদের গাফিলতির কারণে কাজটি সম্পন্ন হয়নি। আমরা ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন করব।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :