দেশে আইসিটি ফ্রিল্যান্সার পাঁচ লক্ষাধিক: পলক

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ২০:১৯

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশে এখন ৫ লাখেরও বেশি আইসিটি ফ্রিল্যান্সার রয়েছেন। বিশ্বব্যাপী অনলাইন মার্কেটে প্লেসে যারা ১৬ শতাংশ অবদান রাখছেন।’

শনিবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস কার্যালয়ে আইসিটি অস্কার খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আয়োজনে প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ‘যদিও অনলাইন মার্কেট প্লেসে আমাদের তরুণরা ছোট ছোট কাজ করছেন। কিন্তু এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে ভালো ও বড় কাজের জন্য প্রস্তুত করছি। এজন্য দেশে আইসিটি ইকো সিস্টেম ও স্টার্ট আপ কালচার তৈরির কাজ চলছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ২০১২ সালের মধ্যে এক বিলিয়ন ডলার আইসিটি এক্সপোর্ট করতে চাই। দেশে এখন ৭ লাখের বেশি ইন্টারনেট প্রফেশনাল রয়েছে। যারা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এই সরকার চায় প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে। আমাদের তরুণরাই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে।’

তরুণ এই আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আইসিটি অস্কার’খ্যাত তথ্যপ্রযুক্তির বড় এই আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ। যেকোনো দেশের জন্যই এটি একটি গর্বের বিষয়। প্রযুক্তি উদ্যোক্তাদের আকাঙ্খা থাকে এই অ্যাওয়ার্ড পাওয়ার। এতে বিশ্বের প্রযুক্তিতে নেতৃত্বদানকারী দেশগুলো অংশ নিচ্ছে। ফলে তারা ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণ পাবেন।’

পলক বলেন, ‘এই আওয়ার্ড আয়োজনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশে যেকোনো ধরণের আন্তর্জাতিক আইসিটি প্রর্দশনী আয়োজন করতে সক্ষম। আমি আশা করবে বিদেশি তথ্যপ্রযুক্তিবিদদের সঙ্গে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ আলাপ-আলোচনার ফলে নলেজ শেয়ারিং হবে। যা কী না ডিজিটাল বাংলাদেশকে আরও উন্নত করবে’।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিতে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অ্যাপিকটা অ্যাওয়ার্ড ২০১৭ এর আহ্বায়ক ও বেসিসের সহ-সভাপতি রাসেল টি আহমেদ, ২০১৭ সালের অ্যাওয়ার্ডের প্রধান বিচারক আবদুল্লাহ এইচ কাফি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, অতিরিক্ত মহাপরিচালক মালিহা নার্গিস। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস-এর সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, সৈয়দ আলমাস কবীরসহ বেসিস নেতারা।

উল্লেখ্য, ৭ থেকে ১০ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসেফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসেফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস। ০১৫ সালে বাংলাদেশ অ্যাপিকটার সদস্যপদ অর্জন করে। এর পরের বছরই অ্যাপিকটা অ্যাওয়ার্ডে অংশ নিয়ে একটি ক্যাটাগরিতে বিজয় অর্জন করে। আর এবছর প্রথম বারের মত বাংলাদেশে অ্যাপিকটা অ্যাওয়ার্ডের আসর বসছে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :