তারেকের নেয়ার কিছু নেই: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৭, ২৩:৫২

বিএন‌পি ও জিয়া প‌রিবা‌রের প্র‌তি ভা‌লোবাসায় বাংলা‌দে‌শের মানু‌ষের কা‌ছে চির কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ দল‌টির চেয়ারপারসন খা‌লেদা জিয়া তারেক রহমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তা‌রেক রহমা‌নের নেয়ার কিছু নেই মন্তব্য ক‌রে ‌তি‌নি ব‌লেন, ‘তা‌রেক রহমান সম্প‌র্কে আপনারা যতটুকু জা‌নেন এবং বোঝেন, দেখ‌বেন সে বি‌দে‌শে চি‌কিৎসাধীন হ‌য়েও দেশ থে‌কে কেউ গে‌লে দে‌শের অবস্থা জান‌তে চান। কারণ তার নেয়ার ম‌তো কিছু নেই। সবাই দোয়া কর‌বেন সে (তা‌রেক) যেন সুস্থ হ‌য়ে দে‌শে সক‌লের মাঝে ফি‌রে আসে।’

শ‌নিবার রা‌তে তার গুলশানের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে ‘তারেক রহমান ও বাংলা‌দেশ’ নামক বই‌য়ের আনুষ্ঠা‌নিক মোড়ক উন্মোচন শে‌ষে এসব কথা ব‌লেন।

বইটির লেখক রয়টার্সের সাংবাদিক এম মাহাবুবুর রহমান। বইটির প্রকাশক ডেমোক্রেটিক পলিসি ফোরাম, বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক পারভেজ মল্লিক। বইটি প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলা প্রকাশনী।

বইটির ভূমিকা লিখেছেন জাতীয় অধ্যাপক রাষ্ট্রদার্শনিক ড. তালুকদার মনিরুজ্জামান। মৌলিক এ গবেষণাগ্রন্থে তারেক রহমানের রাজনৈতিক রূপরেখা ও গতিপথের ওপর এগারোটি অধ্যায় রয়েছে।

খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমান যেভা‌বে দে‌শের মানু‌ষের কা‌ছে ছু‌টে গি‌য়ে‌ছিল তা‌রেক রহমানও তেমনিভা‌বে মানু‌ষের কাছে ছু‌টে বে‌ড়ি‌য়ে‌ছে। শুধু তাই নয় তা‌রেক রহমান ২০০১ সা‌লে জাতীয় নির্বাচ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রা‌খেন। বিএন‌পিও ক্ষমতায় আসে।’

খালেদা ব‌লেন, ‘জিয়াউর রহমা‌ন মারা গে‌লে দে‌শের মানুষ জানাজায় যেভা‌বে শরিক হয়ে‌ছে ঠিক একইভা‌বে আমার ছোট ছে‌লে আরাফাত রহমান কো‌কোর জানাজাতেও দে‌শের মানুষ যে ভা‌লোবাসা দে‌খি‌য়ে‌ছে তা‌তে আমরা বাংলা‌দে‌শের মানু‌ষের কা‌ছে চির কৃতজ্ঞ।’

সা‌বেক এই প্রধানমন্ত্রী ব‌লেন, ‘চি‌কিৎসাধীন হ‌য়েও তা‌রেক রহমান মা‌ঝে মা‌ঝে বক্ত‌ব্য দেয়, দেখ‌বেন সে অনেক সত্য কথা ব‌লে। আর তাই সত্য কথা যা‌তে প্রচার না হয় সেজন্য সরকার তার বক্ত‌ব্যে প্রচার কর‌তে দেয় না। বরং তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌চ্ছে।'

এছাড়াও বিএনপির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমানকে নি‌য়ে লেখা তা‌রেক রহমা‌নের ‘রাজনী‌তি ও রাষ্ট্রভাবনা’ ও ‘দী‌প্তিমান দেশনায়ক’ দু‌টি বই‌য়েরও আনুষ্ঠা‌নিক মোড়ক উন্মোচন ক‌রেন খালেদা।

তারেক রহমানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা বইটির লেখক এম সাইফুর রহমান ও প্রকাশক হাবিবুর রহমান চাকলাদার (অপু)। আর দীপ্তিমান দেশনায়ক বইটি সম্পাদনা করেছেন-ভিপি সাইফুল ইসলাম।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর প‌রিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন,‌ বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ব্যা‌রিস্টার জ‌মির উদ্দিন সরকার, ত‌রিকুল ইসলাম, মির্জা আব্বাস, গ‌য়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাব হো‌সেন চৌধুরী, মীর মোহাম্মদ না‌ছির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, অ্যাড‌ভোকেট খন্দকার মাহবুব হো‌সেন, অ্যাড‌ভোকেট জয়নুল আবেদীন, অ্যাড‌ভো‌কেট নিতাই রায় চৌধুরী, ডা এ জেড এম জা‌হিদ হো‌সেন, ‌চেয়ারপারসন খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান,‌ হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খা‌য়ের ভুইয়া, অধ্যাপক তাজ‌মেরী ইসলাম, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল, খায়রুল ক‌বির খোকন, হা‌বিব উন নবী খান সো‌হেল, সাংগঠ‌নিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সা‌লেহ প্রিন্স, বিল‌কিস জাহান শি‌রিন, শ্যামা ওবা‌য়েদ, ‌কোষাধক্ষ মিজানুর রহমান সিনহা।

এছাড়াও উপস্থিত ছিলেন, দ‌লের কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, কামরুজ্জামান রতন, হা‌বিবুল ইসলাম হা‌বিব, আব্দুস সালাম আজাদ,শ‌হীদুল ইসলাম বাবুল, না‌জিম উ‌দ্দিন আলম, নূ‌রে আরা সাফা, আফ‌রোজা আব্বাস, শি‌রিন সুলতানা, সুলতানা আহ‌মেদ, সানা উল্লাহ মিয়া, ওবায়দুর রহমান চন্দন, কাজী আবুল বাশার, হে‌লেন জেরীন খান, মু‌নির হো‌সেন, ভি‌পি সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সাবেক উপাচার্য প্র‌ফেসর এমাজ উ‌দ্দিন আহমদ, সাংবা‌দিক সৈয়দ আবদাল আহ‌মেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :