স্মার্ট ব্রাশে ৩ সেকেন্ডে ঝকঝকে দাঁত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৪১

মাত্র ৩ সেকেন্ডে ঝকঝকে দাঁত চান? আপনার জন্য এসো গেল স্মার্ট ব্রাশ। এই ব্রাশে মোটরচালিত মাউথপিস রয়েছে। যার সাহায্যে দ্রুতই দাঁত পরিস্কার করা যাবে। এই ব্রাশটি উদ্ভাবন করেছে ইউনিকো নামের একটি প্রতিষ্ঠান। এতে ব্যবহার করা হয়েছে মোটরচালিত ব্রাশ। যা মাইক্রো পাম্পে সিস্টেমে কাজ করে। এর প্রতিটি ব্রাশে

স্বয়ংক্রিয়ভাবে টুথপেস্ট পৌঁছে যায়। এরপর মোটরের ঘূর্ণনে দাঁত ঝকঝকে করে তোলে। এটি তার কাজ করতে মাত্র ৩ সেকেন্ড সময় নেয়।

বর্তমানে এই ব্রাশ উদ্ভাবনকীর প্রতিষ্ঠান স্টার্টআপ পর্যায়ে রয়েছে। এই ব্রাশ বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য একটি কিকস্টার্টার পেজের মাধ্যমে তহবিল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের উদ্ভাবিত এই ব্রাশ মাত্র ১.৮৭ সেকেন্ডে সব দাঁত ঝকঝকে-তকতকে করতে পারে।

বিভিন্ন বয়সী মানুষের ব্যবহার উপযোগী করার জন্য স্মার্ট এই ব্রাশটি চারটি সাইজে পাওয়া যাবে। ব্যবহারের পর এটাকে জীবাণুমুক্ত করার ব্যবস্থাও আছে। এই স্মার্ট ব্র্যাশটি চার্জ দেয়ার জন্য স্মার্ট ডক রয়েছে। এছাড়াও এটি নিয়ন্ত্রণের জন্য একটি অ্যাপও আছে। এই অ্যাপের মাধ্যমে ব্রাশের মোটরের ঘূর্ণন গতি এবং ব্রাশকালীন সময় নির্ধারণ করে দেয়া যাবে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বরা/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :