যুবলীগের কমিটি ঘোষণা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণাবড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:০১

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল শাহবাজপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যুবলীগ বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা।

এসময় তারা সড়কে টায়ার ও প্ল্যাস্টিক ড্রামে আগুন ধরিয়ে মহাসড়কে অবস্থান নেয়। সরাইল থানা পুলিশ আধা ঘণ্টা মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন বলে জানা গেছে।

এসময় সড়ক অবরোধের কারণে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন সাবেক যুবলীগের কমিটির সভাপতি ছিলেন কাঈয়ুম ও সাধারণ সম্পাদক ছিলেন রার্জি। নতুন ইউনিয়ন যুবলীগ কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করেই দু-পক্ষের মাঝে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ তাদের লোকজন মহাসড়কে অবরোধের সৃষ্টি করে।

সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, যুবলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :