উত্তরখানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২২ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯

রাজধানীর উত্তরখানের চার নম্বর সেক্টরের রাজলক্ষী মার্কেটের কাছের একটির বাড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

রবিবার বিকালে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, প্রায় সাত থেকে আট মাস আগে শাহআলম নামের এক ব্যক্তি ওই ছাত্রীর মাকে বোন সম্বোধন করে সম্পর্ক গড়ে তোলেন। ওই ছাত্রী শাহআলমকে মামা ডাকত। দীর্ঘদিন ধরেই শাহআলম ওই ছাত্রীকে একটি ভালো চাকরি যোগাড় করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ওই ছাত্রীকে গতকাল শনিবার বিকালে চার নম্বর সেক্টরের রাজলক্ষী মার্কেটের কাছের একটি বাড়িতে বন্ধু জুয়েলের নিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে বাসায় গিয়ে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে খুলে বলে। পরে তার মা থানায় অভিযোগ করেন। আজ বিকালে কনস্টেবল ফিরোজ মিয়া ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ওই ছাত্রী তুরাগ থানার বাউনিয়া চার নম্বর সেক্টরের পূর্বপাড়ার একটি বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকে। তার বাবা নিরাত্তাকর্মীর কাজ করেন।

এ ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শাহআলম ও জুয়েলকে গ্রেপ্তার করেছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :