‘সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে বোঝাতে সক্ষম হয়েছি’

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচলালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ‘সীমান্ত হত্যা আমাদের কাম্য নয়। সীমান্ত হত্যা বন্ধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে আমরা প্রতিবেশী দেশকে বোঝাতে সক্ষম হয়েছি। একারণে অবৈধ পারাপারকারীদের এখন আটক করে আমাদের হাতে তুলে দিচ্ছে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাশাপাশি সভা সেমিনারের মাধ্যমে সীমান্তবাসীকে সচেতন করা হচ্ছে।’

রবিবার দুপুরে রৌমারী সদর কোম্পানি ও দাঁতভাঙা বিজিবি ক্যাম্প পরিদর্শন ও বিজিবি জোয়ানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবি প্রধান।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত টহলে রাস্তা নির্মাণের জন্য ডিজিটাল ম্যাপ তৈরির কাজ চলছে। মিয়ানমার সীমান্তে যত দ্রুত সম্ভব ডিজিটাল ম্যাপ অনুযায়ী টহল রাস্তা নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনুরুদ্ধ (এনডিসি,পিএসসি), লে. কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, লে. কর্নেল সাইনুর হোসেন, লে. কর্নেল অ্যাকনিম আবেদীন।

এর আগে বিজিবি প্রধান হেলিকপ্টার যোগে রৌমারী উপজেলার সিজি জামান উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :